Wednesday 21 November 2012

candian immigration

কানাডা একটা সপ্নের দেশ, আমার আপনার সর্বোপরি আমাদের প্রায় সকলের। আমরা অনেকেই কানাডা সম্পর্কে তেমন নির্ভরযোগ্য তথ্য জানিনা,যা জানা থাকলে আমরা অনেক সিদ্ধান্ত সহজেই নিতে পারতাম তাই কানাডা সম্পর্কে আপনাদের প্রয়োজনীয় তথ্য দেবার জন্য এ প্রয়াস।
কানাডা তাদের দেশে দক্ষ জনবল নিয়োগের জন্য প্রায় প্রতি বছর একটি করে অকুপেশন লিস্ট দেয়। আপনার পেশা বা অকুপেশন ঐ লিস্টের সাথে মিলে গেলে আপনি ইমিগ্রেশনের জন্য আবেদন করতে পারবেন। প্রতিটি অকুপেশনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট কোটা (সাধারনত ৫০০) থাকে। ঐ কোটা পূরণ হবার আগেই এপ্লিকেশন করতে হয়। কোটা পূরণ হয়ে গেলে আপনার এপ্লিকেশন ঐ বছরের জন্য গ্রহন করা হবে না। ২০১১, জুলাই ১ থেকে ২০১২, জুন ৩০ পর্যন্ত প্রতি কোটায় ৫০০ এর অধিক নয় এমন ১০,০০০ টি এপ্লিকেশন গ্রহন করা হবে। এপ্লিকেশনের কারেন্ট স্ট্যাটাস দেখতে এখানে ক্লিক করুন। আপনার পেশার জন্য নির্দিষ্ট কোটা পূরণ হয়ে গেলে পরবর্তী ইমিগ্রেন্টস আপটেকে গ্রহন করা হতে পারে।

কিভাবে এপ্লিকেশন করতে হবে, এপ্লিকেশন ফী কত তা কানাডার ইমিগ্রেশন ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া আছে। সাধারণত প্রতি প্রাপ্ত বয়স্কের জন্য ৫৫০ কানাডিয়ান ডলার এবং ২১ বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে ১৫০ ডলার করে দিতে হয়। তাছাড়াও আরো কিছু ফী প্রদান করতে হয়।
তাছাড়াও আপনার একাউন্টে অন্তত সেই পরিমাণ টাকা থাকতে হবে যেন কানাডায় পৌছানোর পর অন্তত ছয় মাস আপনি আপনার পরিবারকে ফাইন্যানসিয়াল সাপোর্ট দিতে পারেন। আপনাকে এটাও প্রমান করতে হবে এই টাকা আপনার নিজের উপার্জন করা টাকা এবং আপনি কারো কাছ থেকে ঋন করেননি। এগুলো যথাযথ ভাবে বাংলাদেশে অবস্থিত কানাডিয়ান ভিসা অফিসে প্রমান করতে হবে।
আপনি কানাডায় মাইগ্রেট করতে পারবেন কিনা তা যাচাই করতে নিচের টুলস গুলি ব্যাবহার করতে পারেনঃ
টুল-, 
উপরের টুলস গুলোর যেকোন একটি ব্যাবহার করে ৬৭ পয়েন্ট বা তার বেশী পেলে প্রাথমিকভাবে ধরে নেওয়া যায় যে আপনি কানাডায় মাইগ্রেশন করতে পারবেন।
প্রভিনসিয়াল ইমিগ্রেশন প্রোগ্রামসঃ ইদানিং কানাডায় ইমিগ্রেশন কেন্দ্রিয় সরকারের বদলে প্রাদেশিক ভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। এই পদ্ধতিতে প্রদেশগুলো নোমিনী প্রোগ্রামেরমাধ্যমে দক্ষ ইমিগ্রেন্টস নির্বাচন করে। এই পদ্ধতিতে ইমিগ্রেন্টসরা দ্রুত ওয়ার্ক পারমিট পেয়ে যায়। নিচে কয়েকটি নোমিনী প্রোগ্রামের লিঙ্ক দেওয়া হলঃ
এছাড়াও শিক্ষার্থীদের জন্য কানাডায় ইমিগ্রেশন”-এর ব্যাপারে পড়তে এখানে ক্লিক করুন

No comments:

Post a Comment